সংবাদ শিরোনাম :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে । আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ৫.১ মাত্রার এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কি.মি. গভীরে। এর কেন্দ্র ছিল ভারতের কলকাতা থেকে ৩৪০ কি.মি. এবং ঢাকা থেকে ৫১০ কিলোমিটার দূরে।
আজকের এ ভূমিকম্প ওড়িশার পাশাপাশি কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে, মাঝারি ধরনের এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।