রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে দেশের অর্থনীতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে : এমসিসিআই
- আপডেট সময় : ১১:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মতে, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মাধ্যমে শুরু হওয়া দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরূদ্ধার হচ্ছে। এমসিসিআই চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (অর্থবছর ২৫-এর জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করে এই মতামত দিয়েছে।
এমসিসিআই’র মতে এই সময়ের মধ্যে রপ্তানি, আমদানি, রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বৃদ্ধির সাথে অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে।উচ্চ মুল্যস্ফীতি, বাহ্যিক চাহিদার মন্দা, রাজস্ব সংগ্রহে ঘাটতি, জনসাধারণের ব্যয়ে ধীরগতি, কর্মসংস্থানের সুযোগ হ্রাস এবং বিনিয়োগের একটি মন্থর পরিবেশসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার বলে চেম্বার মতামত দিয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার একটি জরুরী অগ্রাধিকার হয়ে উঠেছে বলে তারা জানিয়েছেন। হিসেব অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বরে নিবন্ধিত রেমিট্যান্সের প্রবাহ ছিল ২ হাজার ৪০৪ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই মাসের (১ হাজার ৩৩৪.৩৫ মিলিয়ন ডলার) তুলনায় ৮০.২২ শতাংশ বেশি। ২০২৪ সালের আগস্ট মাসে ২ হাজার ২২৪ দশমিক ১৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স আয়ের তুলনায় সেপ্টেম্বরের পরিমান ৮ দশমিক ১২ শতাংশ বেশি ছিল।
অন্যদিকে, অর্থবছর ২৫ সালের জুলাই-সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের প্রবাহ ৩৩.৩৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৪২ দশমিক ৭১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা একই সময়ে আগের বছর ছিল ৪ হাজার ৯০৬ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। অর্থবছর ২৫ এর জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৭.৬২ শতাংশ বেড়ে ১১.৬৬ বিলিয়ন ডলার হয়েছে যা আগের অর্থবছরের একই তিন মাসে ছিল ১০.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে রপ্তানি আয় ১৫ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার হয়েছে যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার।