রাশিয়া রাতে ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি অঞ্চলে ভবন ও ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিমান বাহিনীর উদ্ধিৃতি দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
ইউক্রেনের বিমান বাহিনী ইরানের তৈরি ড্রোনের কথাও উল্লেখ করেছে। রাতের অভিযানে রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন বিমান বাহিনী ড্রোনের সংখ্যা ১৮৮টি বলে উল্লেখ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.