নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। দুই লাখ টন আখ মাড়াইয়ের মাধ্যমে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ চিনিকলটি আখ মাড়াই শুরু করেছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
শিল্প উপদেষ্টা বলেন, দেশের রাষ্ট্রায়াত্ত খাতের বন্ধ চিনিকলগুলো পুণরায় চালু করা হবে। বন্ধ চিনিকলগুলো কিভাবে চালু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স কমিটি। এ কমিটি বন্ধ চিনিকলগুলো চালু করার প্রতিবন্ধকগুলো পর্যবেক্ষণ করছে’ উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, ‘জনগণ পাশে থাকলে সমন্বিত শক্তির উদ্যোগ গ্রহণের মাধ্যমে, সাহসিকতার সাথে এ বিষয়ে সফল হতে চাই।
সেই আকাংখা নিয়ে কাজ করছি। উপদেষ্টা বলেন, ‘দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন-জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই। আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারবো। রাষ্ট্র পরিচালনায় এরপরে যারা আসবেন, তারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) পরিচালক এটিএম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, আখচাষী হাসান রাজা প্রমুখ বক্তৃতা করেন।নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা জানান, চলতি মৌসুমে দুই লাখ টন আখ মাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১১৭ আখ মাড়াই দিবসে চিনি আহরণের হার নির্ধারন করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.