পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে সরকারি উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম করলে হবে না। পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
সুপ্রদীপ চাকমা শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, সদর উপজেলার ৭০ শতাংশ উন্নয়ন হলে উপজেলা গুলোতেও নুন্যতম ৩০ শতাংশ উন্নয়নমূলক কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে হবে। কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কর্মশালায় অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.