প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক। তবেই শিক্ষার ভীত সুসংহত হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হবে। আজ মঙ্গলবার বিকেলে তিনটায় জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সবচে’ গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ঐ সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে। তিনি বলেন, শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে অক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে হবে, সাবলিলভাবে পড়ার দক্ষতা তৈরী করে দিতে হবে।
মাতৃভাষা এবং গণিতে দক্ষ করে তুলতে হবে। একজন শিক্ষার্থী মাতৃভাষায় দক্ষতা অর্জন করতে পারলে অন্য ভাষা বা যে কোন শাস্ত্র তার জন্যে সহজ হয়ে যাবে। এরফলে মজবুত ভীতের উপর দাঁড়িয়ে পরবর্তী শিক্ষা জীবনে সফলতা অর্জন করা সম্ভব হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দ অবদান রাখতে পারেন। পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান শিক্ষক সুসম্পর্ক বজায় রেখে চলবেন।
তবে সফলতা অনিবার্য। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী। উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.