শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য আমরা ভাঙবো। এজন্য স্থায়ী সমাধান হিসেবে আজকের কার্যক্রম (ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়) উদ্বোধন করছি।
এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য তারা আর চালাতেই পারবে না। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডটকম আয়োজিত ‘ন্যায্যমূল্যে অত্যাবশকীয় কৃষিজাত দ্রব্যাদি বিক্রয় কার্যক্রম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট আজকের না, এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে সমস্যা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত মধ্যস্বত্বভোগী আছে কিনা এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে।
আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করে যাচ্ছি। গতকাল ডিমের দাম কিছুটা কমাতে সক্ষম হয়েছি। আরও কমানোর চেষ্টা করছি। আমাদের ভোক্তাদের যাতে সিন্ডিকেটের বাজারের ওপর নির্ভর করতে না হয়।
সিন্ডিকেট ভাঙার জন্য এই সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, শুধু তথ্য-উপাত্ত আর আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরিবর্তন হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.