জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববাদ’ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। র্যালি শেষে শাহবাগে বক্তব্য রাখাকালে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, শেখ মুজিবুর রহমান ‘পারিবারিক মুজিববাদ’ প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছিল। তেমনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। ছাত্র-জনতা সেটা হতে দেয়নি।
বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিতর্কিত’ টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়ে সারজিস বলেন, নরেন্দ্র মোদিকে বলব– এটা বাংলাদেশ। এখানে কোনো উগ্রবাদের জায়গা হবে না। পৃথিবীর সকল রাষ্ট্রকে বলে দিতে চাই, সকলের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। কেউ যদি চোখ রাঙায়, তাহলে চোখ উপড়ে ফেলতে দ্বিধা করব না।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ৫৩ বছরের মুজিববাদ ও সংবিধান সকল গুম-খুনের জন্য দায়ী ছিল। বাংলাদেশের ছাত্র-যুবারা সেটি ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। এর আগে যারা নির্বাচনের কথা বলবে, তাদের ‘বেঈমান’ হিসেবে চিহ্নিত করা হবে।
জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। র্যালিতে বিভিন্ন থানা কমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.