দেশের গুচ্ছভূক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ পর্যায়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তবে, এর আগে কোন শিক্ষার্থী মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামীকালের (২ ডিসেম্বর) মধ্যে তা সম্পন্ন করতে হবে। আজ গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ে ভর্তি (প্রাথমিক ও চূড়ান্ত) প্রক্রিয়ার পূর্বে যে কোন প্রকার মাইগ্রেশন (বিষয়/বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন) বন্ধ করতে চাইলে অবশ্যই ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিটের আগে তা বন্ধ করতে হবে।
এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি গত ২৩ নভেম্বর রাতের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল।https://gstadmission.ac.bd/https://gstadmission.ac.bd/ জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে পরে মূল কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.