সংস্কার শুধু রাষ্ট্র কাঠামোতে নয় মানুষের মনেও আনতে হবে: সেলিমা রহমান

- আপডেট সময় : ১১:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোতে নয়, মানুষের মনের ভিতরেও সংস্কার আনতে হবে। আর বর্তমান প্রজন্মের ভেতর- সেই সংস্কারের কাজটা শুরু করতে হবে শিক্ষকদেরকেই।বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, একটা সময় ছাত্রলীগ শিক্ষকদের লাঞ্চিত করতো, শিক্ষকরা অপমানিত হতো। গতকাল শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। তারা প্রতিবেশী একটি দেশের সহায়তায় আমাদের দেশে অরাজকতা তৈরি করছে। আমরা বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেওয়া হবে, যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।
তিনি বলেন, ‘এটা ভাষার মাস। আজ আমরা মন খুলে কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনও অপকর্ম নেই যা করেনি। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়। বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে।
পদত্যাগ করে পালিয়ে যাওয়া একজন প্রধানমন্ত্রীর জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সে-সব কাজকর্মের জন্য আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় হয়েছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবে শিক্ষকরাই। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারির নভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আ কা ফজলুল হক ও মো. আবদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।