সচিবালয়ে অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক রিপোর্ট
- আপডেট সময় : ১০:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ০ বার পড়া হয়েছে
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রোববার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে’। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
কমিটির অন্য সদস্যরা হলেন- গৃহায়ন সচিব, পুলিশের আইজি, কমিটির সদস্যসচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ- একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। যে কারণে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার অবশ্যই সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। তদন্ত মোতাবেক আমরা অবশ্যই এমন সিদ্ধান্ত নিবো, যাতে এ ধরনের ঘটনা আগামীতে আর না ঘটে।
তদন্ত রিপোর্টে যেন সব তথ্য উঠে আসে- এ জন্য গণমাধ্যমকর্মীসহ সকলকে তদন্ত কমিটিকে সহায়তা করার আহ্বান জানান তিনি। অপর এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্টের পর চূড়ান্ত রিপোর্টও দ্রততার সঙ্গে করা হবে এবং সেই রিপোর্ট সংবাদমাধ্যমসহ সকলকে জানানো হবে।সরকারি কর্মকর্তাদের মধ্যে ফৌজদারি অপরাধ করেছে- এমন অনেকের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয়। তদন্তের কাজ করে ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনেককে চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে। কেউ কেউ এখন কারাগারে আছে’।তিনি আরও বলেন, কেউ একজন দাগি আসামি আছে- তাকে ছাড় দেওয়া হচ্ছে, এমন কোনো ঘটনা নেই। আইনী প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে়র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সচিবালেেয় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে মন্ত্রণালয়ের মধ্যে একটা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এবং অন্যান্য ক্ষতি হয়েছে।
এগুলো হলো- ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরে একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, তার জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে।ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।