রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকচালক পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা গণপূর্ত ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক দ্রুতগতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। শিক্ষার্থীরা ট্রাক থামিয়ে চালককে নামিয়ে মোটরসাইকেলে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এ সময় উত্তেজিত জনতা চালককে মারধরের চেষ্টা করলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সোহানুজ্জামান নয়ন রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তার মাথার হেলমেট খুলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.