ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি : মুহাম্মদ ইউনূস ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান সর্বোত্তম কিছু পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি : দেবপ্রিয় ভট্টাচার্য সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ চাই : গোলাম পরওয়ার ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আগামীকাল মিয়ানমার হয়ে চীনের সঙ্গে ঢাকার নিরবচ্ছিন্ন যোগাযোগ দরকার : তৌহিদ চীনের ‘ওয়ান স্ক্রিন সিটি ৩৬০ ডিগ্রি’ নগর ব্যবস্থাপনার নতুন সমাধান ২০২৪-এর গণঅভ্যুত্থানে ক্রোধের বহ্নিশিখা গ্রাফিতি নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক : মির্জা ফখরুল নাশকতাকারীরা কোনভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা

সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ চাই : গোলাম পরওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ আয়োজন করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। আজ শুক্রবার সকালে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজে’র আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই মতামত দিয়েছেন।

তিনি বলেন, ‘সংস্কার, সংলাপ, জাতীয় ঐক্যমতের প্রশ্নের আমি বলব, সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে; সেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরা পরামর্শ দিয়েছি, সব দল দিচ্ছে’। আমি প্রধান উপদেষ্টার কাছে ম্যাসেজ দিতে চাই, প্রস্তাবগুলো ডিসেম্বরের মধ্যে হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে শর্টআউট করে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে থেকে আসা সমস্ত সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন। সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে’।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংস্কার বিশাল ব্যাপার। রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। অন্তবর্তী সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম।’

তিনি বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তার পরেই একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সেই নির্বাচনে যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু প্রয়োজন জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে সেই সময়ে দিতে প্রস্তুত আছে।’

মানবাধিকার কর্মী ড. জাহেদ উর রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, সংবিধান বিষয়ক সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর, বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ চাই : গোলাম পরওয়ার

আপডেট সময় : ১১:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ আয়োজন করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। আজ শুক্রবার সকালে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজে’র আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই মতামত দিয়েছেন।

তিনি বলেন, ‘সংস্কার, সংলাপ, জাতীয় ঐক্যমতের প্রশ্নের আমি বলব, সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে; সেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরা পরামর্শ দিয়েছি, সব দল দিচ্ছে’। আমি প্রধান উপদেষ্টার কাছে ম্যাসেজ দিতে চাই, প্রস্তাবগুলো ডিসেম্বরের মধ্যে হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে শর্টআউট করে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে থেকে আসা সমস্ত সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন। সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে’।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংস্কার বিশাল ব্যাপার। রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। অন্তবর্তী সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম।’

তিনি বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তার পরেই একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সেই নির্বাচনে যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু প্রয়োজন জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে সেই সময়ে দিতে প্রস্তুত আছে।’

মানবাধিকার কর্মী ড. জাহেদ উর রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, সংবিধান বিষয়ক সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর, বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।