অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্তবাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্তবাণিজ্য চুক্তি হলে দুইদেশই লাভবান হবে।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও জনগণের মধ্যে পরষ্পরের সম্পর্ক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির মানুষের সংখ্যা বেশি।
টেকনোলোজিতে তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়া কাজ করতে চায়। এসময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দুই একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া ইতোমধ্যে অনেক খাতেই বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরো বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.