সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ দশমিক ৩০ লাখ মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ১৬তম বৈঠকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিসিআই) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সোৗদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানির কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ক্রয় করবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিন্টর্গ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৫ম লটে ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৩৯ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ সার কিনতে ব্যয় হবে ২৮০ কোটি ৬৮ লাখ টাকা। এতে প্রতি টন সারের দাম পড়বে ৫৮৪ দশমিক ৭৫ মার্কিন ডলার।
আরেকটি প্রস্তাব অনুযায়ী, ১১তম লটের আওতায় ২৫ অর্থবছরের জন্য বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের কাছ থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার সংগ্রহ করবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫২ দশমিক ৪৬ কোটি টাকা। প্রতি টন সারের মূল্য পড়বে ৪২৩ দশমিক ৪৬ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.