বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সত্যের জয় সবসময়ই সুনিশ্চিত। তাই সত্যকে প্রকাশ করা এবং সত্যের সন্ধান করাই সাংবাদিকতার একমাত্র কাজ।
আজ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বলেন, ‘সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন, এমন সাংবাদিকদের মানুষ বিশ্বাস করে। অনেক সাংবাদিককে দেশ ছেড়ে পালাতে হয়েছে কারণ তারা সাংবাদিকতার মৌলিক নীতি ও নৈতিকতা বজায় রাখেননি, এটি মিডিয়ার জন্য একটি বড় লজ্জা।’
কাদের গণি বলেন, সত্যের অভাব ও নির্দেশিত সাংবাদিকতা কাম্য নয়, কারণ খারাপ সাংবাদিকতা সমাজ, দেশ ও মানব সভ্যতাকে কলঙ্কিত করে।
আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুব কমই দেখা গেছে উল্লেখ করে কাদের গণি বলেন, বস্তুনিষ্ঠতা মানে কোনো ঘটনা বা বিষয়কে অতিরঞ্জিত করা বা ছোট করা নয়। নিরপেক্ষতা অর্থ হল একজন সাংবাদিক কোনও পক্ষের নয় এবং তিনি ভারসাম্যপূর্ণভাবে তথ্য দেবেন। তিনি বলেন, সাংবাদিকতার ন্যায্যতা মানেই যেখানে উভয় পক্ষের বক্তব্য যথাসম্ভব ন্যায্যভাবে উপস্থাপন করা হবে।
এজিএম-এ বক্তৃতা করেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, সহ-সভাপতি একেএম মহসিন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এজিএম পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রুবেল।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.