বাংলাদেশের শীর্ষস্থানীয় হালকা প্রকৌশল কোম্পানিগুলো চার দিনব্যাপী কমেক্স সিঙ্গাপুর ২০২৫ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। সানটেক সিঙ্গাপুর কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত কমেক্স সিঙ্গাপুর প্রদর্শনীতে বেশ কয়েকটি বাংলাদেশি সংস্থা তাদের পণ্য প্রদর্শন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হালকা প্রকৌশল সংস্থাগুলোর মধ্যে রয়েছে ল্যাক্সফো, বগুড়া মোটরস, লুমেন, ডেটা সফট ম্যানুফ্যাকচারিং এবং ট্রিপল এস ইলেকট্রনিক্স।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের অধীনে মিট বাংলাদেশ শো কর্মসূচির মাধ্যমে প্রবর্তিত এই উদ্যোগটি বাংলাদেশের ক্রমবর্ধমান হালকা প্রকৌশল খাতকে প্রদর্শন করেছে। এ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল বিশ্বব্যাপী বাজার সংযোগ স্থাপন করা।
স্থানীয়ভাবে তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে দেশের হালকা প্রকৌশল খাত এখন একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত। এটি কৃষি, নির্মাণ এবং অটোমোবাইলের মতো গুরুত্বপূর্ণ শিল্পের জন্য সহায়ক ভুমিকা পালন করে এবং দেশের প্রায় আট লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.