এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) ৬ জুলাইকে বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস হিসেবে উদযাপনের জন্য বাংলাদেশ ও এর সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করার আহবান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরডাপের নবনিযুক্ত মহাপরিচালক আজ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ আহ্বান জানান।
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ৬ জুলাইকে ‘বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব গৃহিত হয়। ঢাকা এই রেজুলেশনের সূচনা করেছিল, যা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড। বৈঠকে, সিরডাপের মহাপরিচালক একটি অর্ন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়তে টেকসই গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে এর কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা সিরডাপের মহাপরিচালককে আশ্বস্ত করেন। বাংলাদেশ সিরডাপের আঞ্চলিক আয়োজক দেশ, এটি একটি আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, যা ১৯৭৯ সালের ৬ জুলাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
জাতিসংঘের অন্যান্য দাতা দেশের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়েছিলো। মূলত ছয়টি দেশ থেকে সংখ্যা বেড়ে, এটি এখন ১৫টি সদস্য রাষ্ট্রের সিরডাপ হয়েছে। সদস্য দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.