কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ‘জরুরি ভিত্তিতে’ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত একথা জানিয়েছে।
দোহা থেকে এএফপি এই খবর জানিয়েছে। কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে কাতারের আমির ‘দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থের’ সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.