ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন যে ইসরাইল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। জেরুজালেম থেকে এএফপি জানায়, গোলান মালভূমিতে দুই দেশের বাহিনীর মধ্যে জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর নেতানিয়াহু এ কথা বললেন।
নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ’সিরিয়ার প্রতি ইসরাইলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরাইলের নেই। ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের এক সপ্তাহ পর তিনি এসব কথা বলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.