সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন এসডিএফকে কেন্দিয় সরকারের অধীনে আনতে সই হওয়া চুক্তিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি আসাদপন্থী বন্দুকধারীদের সঙ্গে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এ চুক্তি সই এবং এটিকে ওয়াশিংটনের সমর্থন বেশ গুরুত্ত্বপূর্ণ মনে করা হচ্ছে।
বিবৃতিতে মার্কো রুবিও বলেন, ‘সিরিয়ায় ভবিষ্যৎ সংঘাত এড়াতে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কী কী সিদ্ধান্ত নিচ্ছে, আমারা সেগুলো পর্যবেক্ষণ করবো। এছাড়া উপকূলীয় অঞ্চলে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের ওপর চালানো হামলায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত সোমবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং এসডিএফের কমান্ডার মাজলুম আবদি জানান, তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে থাকা তেল-গ্যাসের খনিসহ সকল সামরিক ও বেসামরিক স্থাপনা সিরিয়া রাষ্ট্রের মধ্যে একীভূত করতে চুক্তি করেছে। বাশার আল-আসাদের পতনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখন এ চুক্তিকে গুরুত্ত্বপূর্ণ রাজনৈতিক উন্নয়ন বলে মনে করা হচ্ছে।
চুক্তিতে আরও বলা হয়েছে, সমগ্র সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এসডিএফের যোদ্ধারা আসাদপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। এমনকি কুর্দিশ জনগোষ্ঠী সিরিয়ান হিসেবে সকল সাংবিধানিক অধিকার পাবে। এর আগে আসাদ ক্ষমতায় থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্র এসডিএফকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আইএসআইএল (আইসিস) দমনে সহায়তা করে।
২০১৯ সালে গোষ্ঠীটি অনেকটাই নির্মূল হলে এসডিএফ বাহিনী তাদের দখলে থাকা সিরিয়ার প্রায় ৩০ শতাংশ এলাকা নিয়ে আধা-স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করে। কিন্তু কুর্দি নিয়ন্ত্রিত এসডিএফ বাহিনীকে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদান ন্যাটো মিত্র তুরস্ক ভালোভাবে নেয়নি। তুরস্ক সিরিয়ার এ বাহিনীকে তাদের দেশের কুর্দিস্থান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সিরিয়ান শাখা হিসাবে বিবেচনা করে। সংগঠনটি তুরস্ক, ইইউ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.