প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন করেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি। অনেক পরিবর্তন হয়েছে। কাঠের ব্লকগুলো ঐতিহ্যবাহী। এগুলো সংরক্ষণ করা উচিত।
তিনি বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী স্যারের প্রশংসা করে বলেন, বাবর আলী স্যার ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এ স্কুলের দায়িত্ব নেন। সেটি ছিল গৌরব উজ্জ্বল সময়। সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি।
উপদেষ্টা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্মুক্ত করা এবং চর্চা অব্যাহত রাখা দরকার। ঐতিহ্যবাহী স্কুলের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.