সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে চিনি, বিড়ি, জিরা ও ৪টি পিকআপসহ এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার ভোর ৪টার দিকে জেলার বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির চিনাকান্দি বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা ও ৪টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, জব্দকৃত এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.