ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করতে পারে। অস্থিতিশীল আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।

আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর রূপকথা কমিউনিটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যহত থাকে সেজন্য সকল রাজনৈতিক পক্ষ, সকল বক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের সকলকে এমন ভূমিকা নেওয়া উচিত যাতে করে এদেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি।

যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনাসহ যারা হত্যার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

জোনায়েদ সাকি বলেন, নানানভাবে ষড়যন্ত্র চলছে, তৌহিদা জনতার নামে মব আক্রমণ চলছে, বিভিন্ন গোষ্ঠির উপর হামলা হচ্ছে, নারীর ওপর চলছে, বিভিন্ন মাজারে হামলা চলছে, ধর্মীয় কিংবা সংখ্যালঘু তাদের ওপরও হামলা চলছে। এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া, ভারতের শাসকদল, যেইভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই চেষ্টাকে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলশি গ্যাভার্ড বাংলাদেশ সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন আপনারা দেখেছেন।

এই সব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে। গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্যসচিব মুফাখখারুল ইসলাম মুন, গণসংহতি আন্দোলনের নেতা রফিকুল ইসলাম ও আল মেহেদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে’

আপডেট সময় : ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করতে পারে। অস্থিতিশীল আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।

আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর রূপকথা কমিউনিটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যহত থাকে সেজন্য সকল রাজনৈতিক পক্ষ, সকল বক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের সকলকে এমন ভূমিকা নেওয়া উচিত যাতে করে এদেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি।

যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনাসহ যারা হত্যার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

জোনায়েদ সাকি বলেন, নানানভাবে ষড়যন্ত্র চলছে, তৌহিদা জনতার নামে মব আক্রমণ চলছে, বিভিন্ন গোষ্ঠির উপর হামলা হচ্ছে, নারীর ওপর চলছে, বিভিন্ন মাজারে হামলা চলছে, ধর্মীয় কিংবা সংখ্যালঘু তাদের ওপরও হামলা চলছে। এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া, ভারতের শাসকদল, যেইভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই চেষ্টাকে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলশি গ্যাভার্ড বাংলাদেশ সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন আপনারা দেখেছেন।

এই সব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে। গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্যসচিব মুফাখখারুল ইসলাম মুন, গণসংহতি আন্দোলনের নেতা রফিকুল ইসলাম ও আল মেহেদী।