সেবা প্রদানকারী কোম্পানির সাথে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা
- আপডেট সময় : ১১:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সাথে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
জারিকৃত পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সনের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫ টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে। মক্কা-মদিনায় হোটেলে হাজীদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে।
এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যেকোন কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে।
অনুমোদিত এসকল কোম্পানির নামের তালিকা Nusuk Masar নামক সৌদি ই-হজ প্লাটফর্মে পাওয়া যাবে।
এচুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এদেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া মনৃত্রণালয় হতে চুক্তিতে বর্ণিত শর্তসমূহ ভালভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলেছে।