হাতিয়ার ভাসানচরে পৌঁছল নতুন আরও ৫০৬ রোহিঙ্গা
- আপডেট সময় : ১১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে আনা হয়েছে নতুন আরও ৫০৬ জন রোহিঙ্গাকে। এদের সঙ্গে ভাসানচর ছেড়ে কক্সবাজারে চলে যাওয়া ৪০৬ জনকেও ফিরিয়ে আনা হয়েছে। সোমবার বেলা ১১টায় তারা ভাসানচর এসে পৌঁছায়। এরআগে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজ বানৌজা টুনা, বানৌজা তিমি ও বানৌজা ডলফিন মোট ৯১২জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।
গত রাতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এদের চট্টগ্রামে আনা হয়। পরে সকাল নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের তিনটি জাহাজে তোলা হয়। যারমধ্যে বানৌজা টুনাতে ১১৫ জন পুরুষ, ৮২ জন মহিলা ও ১০৫ শিশু, বানৌজা তিমিতে ৭৭ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ১৩৭ শিশু এবং বানৌজা ডলফিনে ৮৯ জন পুরুষ, ৯৫ জন মহিলা ও ১২৬জন শিশু ছিল।
এছাড়া তিনটি জাহাজে ৬টি মেডিক্যাল টিম, ২জন মেডিক্যাল অফিসার, ৩ জন এনএসআই ও ১৪ জন রেডক্রিসেন্ট সদস্য ছিলেন। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে ভাসানচর আনা হয়েছে। ভাসানচর ক্যাম্প থেকে কক্সবাজারে যাওয়ায় আরও ৪০৬জন রোহিঙ্গা নতুনদের সাথে ফিরে এসেছে।