চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বন্য হাতির আক্রমণে নিহত দুই, আহত ছয় এবং ফসলে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ২৬ লাখ ৭২ হাজার টাকা ।
বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.