বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (১১ জানুয়ারি) মণি শংকর আইয়ার বলেন, শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি জানান, ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা করেছেন তা খুবই ইতিবাচক।
কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন মণি শংকর আইয়ার। তিনি বলেছেন, আলোচনা অব্যাহত রাখা উচিত এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়েও মন্তব্য করেছেন আইয়ার। এনিয়ে তিনি বলেন, আমি আশা করি, আমরা সবাই একমত হবো যে হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি যত দিন থাকতে চান, এমনকি সারা জীবনের জন্য হলেও, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে চলে যান ৭৭ বছর বয়সী হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.