১২ দফা দাবিতে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকেরা
- আপডেট সময় : ০৮:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান নিয়েছেন চালক-মালিকেরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তারা গণঅবস্থান কর্মসূচি পালন করছেন।
জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শত শত রিকশাচালক অবস্থান নিয়েছে। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীচর চরেও অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। আর প্রেসক্লাবের সামনে গণঅবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সম্প্রতি প্যাডেলচালিত রিকশা রাস্তায় চলাচলে উচ্চ আদালত বন্ধের নির্দেশ দেয়।
ফলে গত বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধসহ মিরপুর, মালীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সবশেষ গত শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।