সংবাদ শিরোনাম :
২০২৪ সালে বিশ্বে খাদ্যের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ : এফএও
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, বিশ্বে খাদ্য পণ্যের দাম আগের বছরের তুলনায় ২০২৪ সালে ২ দশমিক ১ শতাংশ কমেছে। শুক্রবার এফএও জানায়, বিশেষ করে খাদ্যশস্য এবং চিনির দর পতনের কারণে বিশ্বে খাদ্য পণ্যের দাম কমেছে।
প্যারিস থেকে এএফপি একথা জানায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্যশস্যের মূল্য সূচক ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে এবং চিনির মূল্য সূচক কমেছে ১৩ দশমিক ২ শতাংশ।
উদ্ভিজ্জ তেলের মূল্য সূচকে ৯ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির ফলে খাদ্য মূল্য সূচক আংশিক হ্রাস পেয়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থা আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্যের পরিবর্তন এবং প্রতিমাসের মূল্যের হিসাব সংরক্ষণ ও সমন্বয় করে মূল্য সূচক নির্ধারণ করে।