অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৪ শতাংশে নেমে এসেছে
- আপডেট সময় : ১১:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, খাদ্যবহির্ভূত পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি কমে অক্টোবরে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ। কিন্তু, খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার অক্টোবরে বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।
বিবিএস জানিয়েছে,সেপ্টেম্বরের খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ১২ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতিও গত মাসে বেড়েছে। অক্টোবরে গ্রামীণ এলাকায় পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ১৫ শতাংশ।
অন্যদিকে, অক্টোবরে শহরাঞ্চলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার অক্টোবরে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ। অক্টোবরে মজুরি হার সূচক বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৭ শতাংশ হয়েছে যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ১ শতাংশ।