ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন,‘চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকে’তে নেয়া হবে। পড়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে পরিবর্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে’।

আজ বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে।

তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে তাকে দেশের বাইরে পাঠানো হবে। তিনি আরো বলেন, মনে রাখতে হবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের যুবকদের জন্য সর্বপ্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং দেশের যুবকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুপথ দেখিয়েছেন।

তারই ধারাবাহিকতায় যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার আহ্বান

আপডেট সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন,‘চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকে’তে নেয়া হবে। পড়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে পরিবর্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে’।

আজ বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে।

তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে তাকে দেশের বাইরে পাঠানো হবে। তিনি আরো বলেন, মনে রাখতে হবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের যুবকদের জন্য সর্বপ্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং দেশের যুবকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুপথ দেখিয়েছেন।

তারই ধারাবাহিকতায় যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।