সংবাদ শিরোনাম :
গুরু মহারাজ শ্রীশ্রী ড. কাশীনাথ চক্রবর্তী গুরুদেবের ৭ম তিরোধান দিবস

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

শ্রীশ্রী মৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের প্রপৌত্র গুরু মহারাজ শ্রীশ্রী ড. কাশীনাথ চক্রবর্তী গুরুদেবের ৭ম তিরোধান দিবস প্রতি বছরের ন্যয় ২ অগ্রহায়ন ১৪৩১বাং, ১৮ নভেম্বর ২০২৪ ইং তারিখ সোমবার কেন্দ্রীয় অবধূত আশ্রম, গুঠিয়া, উজিরপুর, বারিশাল এ অনুষ্ঠানটি পালিত হওয়ার পরবর্তী শুক্রবার অর্থাৎ ৬ অগ্রহায়ন ১৪৩১ বাং, ২২ নভেম্বর ২০2২৪ইং তারিখ ঢাকার অবধূত মন্দির (শ্রী শ্রী রাম সীতা মন্দিরের ২য় তলায়) ১৯, জয়কালি মন্দির রোড দিন ব্যাপী গুরু গীতা পাঠ, ভক্তি গীতি, ধর্মালোচনা, গুরুনাম সংকীর্তন ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান যথাযোগ্য মর্জাদায় পালিত হয়। অনুষ্ঠানের উপস্থিত হন অগনিত ভক্তবৃন্দ সহ কেন্দ্ৰীয় আশ্রমের নেত্রীবৃন্দ