সংবাদ শিরোনাম :
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। হাসপাতালের নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।