এআইআইবি’র সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার
- আপডেট সময় : ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
সরকার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর সাথে ‘সাউদার্ন চট্টগ্রাম এন্ড কালিয়াকৈর ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য ১০৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, ২৯.৪২ মিলিয়ন ইউরো এবং ১৩২.৪৯ মিলিয়ন আরএমবি মুদ্রায় ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবি’র পক্ষে বিনিয়োগ ক্লায়েন্ট অঞ্চল-১ এবং আর্থিক প্রতিষ্ঠান এবং তহবিল, গ্লোবাল (ভিপি আইসি-১) এর ভারপ্রাপ্ত ভাইস-প্রেসিডেন্ট রজত মিশ্র ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্প চুক্তিটি বাস্তবায়নকারী সংস্থার পক্ষে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এস.এম জাফরুল হাসান স্বাক্ষর করেন। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এবং কালিয়াকৈর অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের সক্ষমতা উন্নত করা। এআইআইবি হতে গৃহীত এ ঋণ সাত বছরের গ্রেস পিরিয়ডসহ ৩২ বছরে পরিশোধযোগ্য।