বিএনপি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে : ডা. জাহিদ
- আপডেট সময় : ১১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল বিএনপি সৃষ্টি থেকে আজ পর্যন্ত সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। আজ শনিবার বিকেলে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন। ঘোড়াঘাট উপজেলার বিএনপির আয়োজনে উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির এই সিনিয়র নেতা।
তিনি বলেন, ‘মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট, মানুষের অধিকার যখন কেউ ছিনিয়ে নিতে চায়, তা ফিরিয়ে দেওয়ার আন্দোলনসহ সব কিছুতেই আমরা মানুষের পাশে থাকতে চাই। ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দলের কর্মী। শহীদ জিয়ার মানবিক কার্যক্রমের পদাঙ্ক অনুসরন করেছেন বেগম খালেদা জিয়া। এখন আমাদের নেতা তারেক রহমান সেই কার্যক্রম আমাদের মাধ্যমে ও নেতাকর্মীদের মাধ্যমে অব্যাহত রেখেছেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, দলের ৩১ দফা আপনাদের এলাকার পাড়া-মহল্লায়, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। আমাদের রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি আপনারা ঐক্যবদ্ধ ভাবে সমর্থন দিবেন। বিপদে-আপদে এলাকার জনসাধারণের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদের সহযোগিতা করবেন। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করেছে।
বিগত ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছেন। জনগণের সম্পদ লুট করে আর কেউ পার পাবেনা। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের শীতের কষ্ট লাগবে শীত বস্ত্র বিতরণের জন্য আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা আগামী দিনে সুসংগঠিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে ভোট দিয়ে এদেশের তারুণ্যের অহংকার শহীদ জিয়ার পুত্র তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এস এম শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আন্ত মান্ডলিক গির্জা কমিটির সভাপতি সনাতন মার্ডি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকারসহ অনেকে ।