ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে চলতে দিবে না জনগণ : আবদুল্লাহ তাহের

- আপডেট সময় : ১১:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে আর চলতে দিবে না জনগণ। তিনি বলেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয়।
আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল এন্ড মাদ্রাসা ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র চালু থাকুক প্রতিবেশী দেশ ভারত কখনো তা চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে। তিনি বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্য মূল্যের উর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকায় নেমে আসবে।
তাসফিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আলোচনা করেন মুফতি আমির হামজা। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমান, মাওলানা ইয়াহিয়া তাকী।