অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

- আপডেট সময় : ১১:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.খলিল মিয়া (৩৮) নামের এক মোটর মেকানিক নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পরাশরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল মিয়া অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে টিউবওয়েল ও মটর মেকানিক খলিল মিয়া পূর্ব অষ্টগ্রাম পরাশর পাড়া গ্রামের আঃ রহীম বাবু মিয়ার বাড়িতে টিউবওয়েলে মোটরপাম্প লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই খলিলের মৃত্যু হয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ নিহত খলিলের মরদেহ উদ্ধার করে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন, এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করেছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।