আফগানিস্তান সিরিজের জন্য দেশ ছাড়লো বাংলাদেশের প্রথম বহর
- আপডেট সময় : ১১:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে আজ প্রথম বহর দেশ ছেড়েছে। সেখানে ছিলেন- সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ কোচিং স্টাফরা। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে যারা ছিলেন না মূলত তারাই ছিলেন এই বহরে।
অন্য বহরে আগামীকাল দেশ ছাড়বেন টেস্ট সিরিজে অংশ নেওয়া খেলোয়াড়রা। আফগানিস্তানের ঘরের মাঠ হিসেবে বিবেচিত সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু। আসন্ন সিরিজটি আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। গত মার্চের পর এটিই হবে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলো টাইগাররা। এরপর শুধুমাত্র টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।
যদিও টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে পারেনি তারা। তবে টেস্টে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়েছিলো টাইগাররা। কিন্তু ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে লজ্জাজনক হার বরণ করে বাংলাদেশ। বাংলাদেশের কাছে কঠিন প্রতিপক্ষ এখন আফগানিস্তান দল। তবে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ ১০টি জিতেছে এবং ৬টিতে হেরেছে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডে যথাক্রমে ৬, ৯ ও ১১ নভেম্বর খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।আফগানিস্তানের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। ক্যারিবীয়ান সফরে তিনটি ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।