ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে: প্রধান উপদেষ্টা নগরীর মশক নিধনে যুক্ত হচ্ছে সেনাবাহিনী: ডিএনসিসি প্রশাসক ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর ওপর হামলার অভিযোগ ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: কায়কোবাদ এখন সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে: আলী রীয়াজ পেটের ক্ষুধায় কচ্ছপ খেতে বাধ্য হচ্ছেন গাজার মুসলিমরা সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তবতীকালীন সরকার: কর্নেল অলি স্পোর্টস হাবকে কেন্দ্র করে স্পোর্টস ইকো-সিস্টেম গড়ে উঠবে বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি। এতে বলা হয়, বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে।

এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ওই নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনার ক্ষেত্রে দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় : ১১:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি। এতে বলা হয়, বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে।

এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ওই নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনার ক্ষেত্রে দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।