জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি
- আপডেট সময় : ১০:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পির) জানিয়েছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না, সজাগ রয়েছেন। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে তারা প্রস্তুত। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি। চোরের দিক দিয়ে দেশসেরা পুরস্কার পেয়েছে। দুর্নীতিতেও পেয়েছে। পাশের রাষ্ট্রের হিংস্র নজর রয়েছে দাবি করে চরমনোই পির বলেন, ‘সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম।
সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে। বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন মুফতি রেজাউল করিম।