ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: উপ-প্রেস সচিব জনগণের ক্ষতি করার জন্য আওয়ামী লীগ ওঁৎ পেতে আছে: এ্যানি বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরি করেছে আলিবাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল কুয়েন–এর নতুন সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মডেল ডিপসিক ও চ্যাটজিপিটি–এর চেয়েও শক্তিশালী, যা বিশ্বকে চমকে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের ভেতরে ও বাইরে এআই প্রযুক্তির প্রতিযোগিতার তীব্রতা আরও বাড়িয়ে তুলবে।

কুয়েন ২.৫ ম্যাক্স: নতুন সম্ভাবনা : আলিবাবার ক্লাউড বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, তাদের নতুন কুয়েন ২.৫ ম্যাক্স মডেল প্রায় সবক্ষেত্রেই উন্নত। এই মডেল ওপেনএআইয়ের জিপিটি-৪ও, ডিপসিক-ভি৩ এবং মেটার লামা-৩.১-৪০৫বি–এর তুলনায় এগিয়ে আছে। বিশ্লেষকদের মতে, কম খরচে তৈরি চীনা এআই মডেলগুলো বিশ্বের এআই শিল্পে বড় পরিবর্তন আনতে পারে। এমনকি, চীনা প্রতিষ্ঠানগুলোর নিম্ন ব্যয়ে এআই উন্নয়নের কৌশল মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

ডিপসিকের উত্থান ও বাজারে প্রভাব : ডিপসিক তাদের ‘ভি৩’ মডেল চালিত এআই অ্যাসিস্ট্যান্ট ১০ জানুয়ারি বাজারে উন্মোচন করে। এরপর ২০ জানুয়ারি, প্রতিষ্ঠানটি ‘আর১’ মডেল প্রকাশ করে, যা সিলিকন ভ্যালির প্রযুক্তি বিশেষজ্ঞদের অবাক করে দেয়। এই নতুন মডেলের কারণে প্রযুক্তিখাতে বড় কোম্পানির শেয়ারে পতন লক্ষ্য করা গেছে।

শক্তি খরচ কম, দক্ষতা বেশি : বিশ্লেষকদের মতে, ডিপসিকের এআই মডেল ওপেনএআইয়ের তুলনায় ৩০% কম শক্তি খরচ করে একই মানের নির্ভুল উত্তর দিতে পারে। এই দক্ষতা বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় এআই কোম্পানির বিশাল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রতিযোগিতায় বাইটড্যান্সও এগিয়ে : ডিপসিকের ‘আর১’ মডেল প্রকাশের মাত্র দুই দিন পরেই, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের নতুন এআই মডেলের আপডেট ঘোষণা করে। তাদের দাবি, এই মডেল এআইএমই টেস্টে ওপেনএআইয়ের ও১ মডেলকে হারিয়েছে। চীনের প্রযুক্তি বাজারে এআই প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, যা বিশ্বজুড়ে প্রযুক্তির গতিপথ পরিবর্তন করতে পারে। কম্পিউটার ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরি করেছে আলিবাবা

আপডেট সময় : ১১:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল কুয়েন–এর নতুন সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মডেল ডিপসিক ও চ্যাটজিপিটি–এর চেয়েও শক্তিশালী, যা বিশ্বকে চমকে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের ভেতরে ও বাইরে এআই প্রযুক্তির প্রতিযোগিতার তীব্রতা আরও বাড়িয়ে তুলবে।

কুয়েন ২.৫ ম্যাক্স: নতুন সম্ভাবনা : আলিবাবার ক্লাউড বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, তাদের নতুন কুয়েন ২.৫ ম্যাক্স মডেল প্রায় সবক্ষেত্রেই উন্নত। এই মডেল ওপেনএআইয়ের জিপিটি-৪ও, ডিপসিক-ভি৩ এবং মেটার লামা-৩.১-৪০৫বি–এর তুলনায় এগিয়ে আছে। বিশ্লেষকদের মতে, কম খরচে তৈরি চীনা এআই মডেলগুলো বিশ্বের এআই শিল্পে বড় পরিবর্তন আনতে পারে। এমনকি, চীনা প্রতিষ্ঠানগুলোর নিম্ন ব্যয়ে এআই উন্নয়নের কৌশল মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

ডিপসিকের উত্থান ও বাজারে প্রভাব : ডিপসিক তাদের ‘ভি৩’ মডেল চালিত এআই অ্যাসিস্ট্যান্ট ১০ জানুয়ারি বাজারে উন্মোচন করে। এরপর ২০ জানুয়ারি, প্রতিষ্ঠানটি ‘আর১’ মডেল প্রকাশ করে, যা সিলিকন ভ্যালির প্রযুক্তি বিশেষজ্ঞদের অবাক করে দেয়। এই নতুন মডেলের কারণে প্রযুক্তিখাতে বড় কোম্পানির শেয়ারে পতন লক্ষ্য করা গেছে।

শক্তি খরচ কম, দক্ষতা বেশি : বিশ্লেষকদের মতে, ডিপসিকের এআই মডেল ওপেনএআইয়ের তুলনায় ৩০% কম শক্তি খরচ করে একই মানের নির্ভুল উত্তর দিতে পারে। এই দক্ষতা বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় এআই কোম্পানির বিশাল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রতিযোগিতায় বাইটড্যান্সও এগিয়ে : ডিপসিকের ‘আর১’ মডেল প্রকাশের মাত্র দুই দিন পরেই, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের নতুন এআই মডেলের আপডেট ঘোষণা করে। তাদের দাবি, এই মডেল এআইএমই টেস্টে ওপেনএআইয়ের ও১ মডেলকে হারিয়েছে। চীনের প্রযুক্তি বাজারে এআই প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, যা বিশ্বজুড়ে প্রযুক্তির গতিপথ পরিবর্তন করতে পারে। কম্পিউটার ওয়ার্ল্ড