প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল ছোট উদ্যোগকে প্রসারিত করতে পারে : ডিসিসিআই
- আপডেট সময় : ১১:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ আজ বলেছেন, বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের জন্য প্রাইভেট ইক্যুইটি (পিই) ও ভেঞ্চার ক্যাপিটাল (ভিই)-কে জনপ্রিয় করা উচিত। তিনি বলেন,বাংলাদেশের ভবিষ্যত সমৃদ্ধির জন্য একটি জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা ও নতুন উদ্যোগের সহায়ক একটি ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন। রাজধানীতে ডিসিসিআই-এ অনুষ্ঠিত ‘কানেক্টিং ইনোভেটিভ এসএমই এন্ড স্টার্টআটস উইথ প্রাইভেট ইকুইটি এন্ড ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস ফর ব্রিজিং ফাইন্যান্সিং গ্যাপ’- শীর্ষক আলোচনায় ডিসিসিআই সভাপতি এ কথা বলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আশরাফ বলেন, ব্যাংকগুলো তাদের ঋণ প্রদানের জন্য ভৌত সম্পদের মূল্যায়নের উপর নির্ভর করে- যা মেধা সম্পত্তি (আইপি) তৈরির ব্যবসার মুখ্য হওয়া উচিত নয়। তিনি আরো বলেন, উদ্যোক্তা হিসাবে বিদ্যমান নিয়ন্ত্রক সীমাবদ্ধতার মধ্যে থেকেই প্রবৃদ্ধিতে বিনিয়োগকারী হিসাবে ও উদ্ভাবনের জন্য তহবিল সংগ্রহ, উভয় ক্ষেত্রেই আমাদের চ্যালেঞ্জগুলো অতিক্রম করার দিকে মনোনিবেশ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রাক্তন পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন বলেন, এ খাতের বিকাশের জন্য একটি সহায়ক নীতিমালা আবশ্যক।
তিনি আরো বলেন, অনেক উদ্ভাবনী স্টার্টআপ বেরিয়ে আসছে- যা একটি ভাল লক্ষণ। দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থে আমাদের তাদের প্রথম থেকেই টিকিয়ে রাখতে হবে। তিনি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের ভবিষ্যতের জন্য তাদের উদ্ভাবন উপস্থাপন করার আহ্বান জানান। মাসলিন ক্যাপিটাল লিমিটেডের হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকত হোসেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ইনভেস্টমেন্ট ম্যানেজার জসিম মোহাম্মদ মিয়া ও ফিনাগার ফিনটেকের সিইও এম এম এহসান নিজামী ভেঞ্চার ক্যাপিটাল ও ইক্যুইটি ফান্ডিং ফার্মের দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তারা বলেন, অর্থের প্রাপ্তির ক্ষেত্রে সরবরাহকারীর ঘাটতি এবং সম্পদের মূল্যায়নের সঠিক প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা রয়েছে। এছাড়া, নিরাপদ বিনিয়োগ ও রাজস্ব প্রদানে এই খাত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেছেন, ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারীরা সম্ভাব্য এসএমই ও স্টার্টআপগুলোর অর্থায়নের জন্য ব্যাংকের সেরা বিকল্প হতে পারে। তারা বলেন, টেক কোম্পানিগুলোর সম্পদ মেধা আকারে থাকার কারণে তারা মূল্যায়ন অডিট প্রক্রিয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছে। অনুষ্ঠানে পিই ও ভিসি ফার্মের মোট আটজন প্রতিনিধি অংশ নেন। এছাড়াও, ১৪টি স্টার্টআপ কোম্পানি ও ২৬টি এসএমই কোম্পানিও এ ইভেন্টে অংশ নেয়। সভায় অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।