বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ১১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা আয়োজিত জাতিসংঘ ঘোষিত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভাইস- চেয়ারম্যান, বিএনপি ও সাবেক মন্ত্রী এর নিকট থেকে সম্মাননা পদক গ্রহণ করছেন বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী সাবেক ছাত্রনেতা এবং সম্পাদক ও প্রকাশক দৈনিক অগ্নিকণ্ঠ।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা আয়োজিত জাতিসংঘ ঘোষিত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার উপলক্ষে ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে ১১ ডিসেম্বর ২০২৪ আইডিইবি’র কাকরাইল, ঢাকা সেমিনার হলে মানবাধিকার উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান, বিএনপি ও সাবেক মন্ত্রী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া একুশে পদক প্রাপ্ত, উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী সাবেক ছাত্রনেত্রা এবং সম্পাদক ও প্রকাশক দৈনিক অগ্নিকণ্ঠ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি সাবেক সংসদ সদস্য, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শহীদ জিয়া মডেল কলেজ, গাবতলী বগুড়া, উক্ত অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।