ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে মাধ্যমিকে ছুটি থাকবে ৭৬ দিন : তালিকা প্রকাশ মালয়েশিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭ আহত ৩৩ জন অতিথি পাখির কলকাকলিতে মুখরিত নড়াইলের অরুনিমা রিসোর্ট কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করতো হাসিনা : রিজভী বাগেরহাটে তৈরি কাঠের ঘর যাচ্ছে ইউরোপে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব : সংস্কার কমিশন মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে স্বাধীন বাংলাদেশের বিজয়ের অন্যতম বার্তা ছিল বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই : মির্জা ফখরুল

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলায় গতরাতে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল হোসেন নামে এক যুবককে  আটক করে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক সোহেল হোসেন স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশিদের ছেলে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়,  সোমবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, আলমগীর হোসেন ও সোহেল হোসেন অটোরিকশা  যোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেক হোসেনকে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়।

এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ হোসেন ও আলমগীর হোসেন অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল হোসেন ধরা পড়ে। তার কাছ থেকে একটি রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

পরে  খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রধারী যুবক সোহেল হোসেনকে আটক করে। এসময় তার কাছে থাকা  অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন। সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সোহেল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় : ১১:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুর জেলায় গতরাতে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল হোসেন নামে এক যুবককে  আটক করে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক সোহেল হোসেন স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশিদের ছেলে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়,  সোমবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, আলমগীর হোসেন ও সোহেল হোসেন অটোরিকশা  যোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেক হোসেনকে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়।

এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ হোসেন ও আলমগীর হোসেন অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল হোসেন ধরা পড়ে। তার কাছ থেকে একটি রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

পরে  খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রধারী যুবক সোহেল হোসেনকে আটক করে। এসময় তার কাছে থাকা  অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন। সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সোহেল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে।