ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার বঞ্চিতের ক্ষোভ থেকে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে : হাসনাত হোয়াইট হাউসের আয়তন কি ট্রাম্প ও মাস্ককে ধারণ করতে পারবে? স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই উঠে না দেশে সারের কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল : কৃষি উপদেষ্টা কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩ জন মেয়াদ শেষে ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে লিগ্যাল নোটিশ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের রায় আগামীকাল জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি সতর্কতা

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ২ বার পড়া হয়েছে

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় নাগরিক পরিষদের সুপ্রিম কোর্ট উইংয়ের যৌথ আয়োজনে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান।

নতুন রাজনৈতিক বন্দোবস্ত : জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক এই আলোচনায় বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ হাসনাত কাইয়ুম, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ জানে আন্দোলন, গণঅভ্যুত্থান ও বিপ্লব কিভাবে করতে হয়।

বিপ্লব সংবিধান মেনে হয় না, দেখা গেছে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তা পুরনোকে ভেঙ্গে নতুনভাবে দেশকে গড়েছে। আমাদেরকেও স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধানকে প্রকাশ করতে হবে। এ সময় দ্রুত ভূতপূর্ব স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন নতুনভাবে সংবিধান প্রকাশিত হবে তখন তার একটি আইনগত ভিত্তি তৈরি হবে। এটি করা অত্যন্ত জরুরি এবং এখনো সময় আছে। আলোচনার আরেক বক্তা জাতীয় নাগরিক পরিষদের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তি কবল থেকে বের করে আনতে হবে।

যারা দেশের জন্য দীর্ঘ সময় ধরে সত্যিকার অর্থে লড়াই করেছেন তাদের মধ্যে কৃতিত্ব বন্টন করে দিতে হবে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এটাই যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল কোনো কাজ করতে পারবে না। এতে উপস্থিত বক্তারা গণপরিষদ নির্বাচন, স্বাধীনতার ঘোষণাপত্র দ্রুত প্রকাশ এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ জুলাই আগস্ট শহীদদের নামের একটি তালিকা তৈরির জন্য সরকারকে তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ

আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় নাগরিক পরিষদের সুপ্রিম কোর্ট উইংয়ের যৌথ আয়োজনে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান।

নতুন রাজনৈতিক বন্দোবস্ত : জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক এই আলোচনায় বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ হাসনাত কাইয়ুম, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ জানে আন্দোলন, গণঅভ্যুত্থান ও বিপ্লব কিভাবে করতে হয়।

বিপ্লব সংবিধান মেনে হয় না, দেখা গেছে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তা পুরনোকে ভেঙ্গে নতুনভাবে দেশকে গড়েছে। আমাদেরকেও স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধানকে প্রকাশ করতে হবে। এ সময় দ্রুত ভূতপূর্ব স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন নতুনভাবে সংবিধান প্রকাশিত হবে তখন তার একটি আইনগত ভিত্তি তৈরি হবে। এটি করা অত্যন্ত জরুরি এবং এখনো সময় আছে। আলোচনার আরেক বক্তা জাতীয় নাগরিক পরিষদের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তি কবল থেকে বের করে আনতে হবে।

যারা দেশের জন্য দীর্ঘ সময় ধরে সত্যিকার অর্থে লড়াই করেছেন তাদের মধ্যে কৃতিত্ব বন্টন করে দিতে হবে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এটাই যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল কোনো কাজ করতে পারবে না। এতে উপস্থিত বক্তারা গণপরিষদ নির্বাচন, স্বাধীনতার ঘোষণাপত্র দ্রুত প্রকাশ এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ জুলাই আগস্ট শহীদদের নামের একটি তালিকা তৈরির জন্য সরকারকে তাগিদ দেন।