২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা
- আপডেট সময় : ১১:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
সারা পৃথিবীতে ২০২৪ সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টারস উইদাউট বর্ডারসকে উদ্ধৃত করে এএফপি এ খবর জানায় । প্রেস ফ্রিডম এনজিও’র মতে এদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য দায়ী ইসরাইলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দু’জন লেবাননে। রিপোর্টারস উইদাউট বর্ডারস তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা।
প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিকককে হত্যা করা হয়েছে। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন, বলছে আরএসএফ।
এই অভিযোগ অস্বিকার কার ইসরাইলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছে, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ সঠিক (রিপোটার্স উইদাউট বর্ডারস) গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে চব্বিশ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো। ২০২৩ সালে পৃথিবীব্যাপি নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫। এছাড়া চব্বিশ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরাইল।বিশ্বব্যাপি ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসাবে আটক আছে। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে।