ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন

চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে অভিযান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (২ মার্চ) বাজার মনিটরিং টাস্কফোর্স রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় এবং নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়।

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০টাকায় বিক্রয় করা হবে। কোতোয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এদিকে আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর রিয়াজুদ্দিন বাজারে।

সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় বিভিন্ন খোলা মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগির ডিম, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে অভিযান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়

আপডেট সময় : ১১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (২ মার্চ) বাজার মনিটরিং টাস্কফোর্স রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় এবং নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়।

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০টাকায় বিক্রয় করা হবে। কোতোয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এদিকে আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর রিয়াজুদ্দিন বাজারে।

সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় বিভিন্ন খোলা মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগির ডিম, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সতর্ক করা হয়।